বিনোদন

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিনছি না: অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনছেন বলে গুঞ্জন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় নৌকার প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। গতবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অপু বিশ্বাস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান কিনা অপু এ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আসছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনছি না। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অব্যাহত থাকুক, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, একজন নারীই পারে আরেকজন নারীকে সঠিকভাবে তুলে ধরতে। সমাজে নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

অপু বিশ্বাস মনোনয়নপত্র না কিনলেও চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button