আবহাওয়াপ্রধান খবরসারাদেশ
বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩০ মিলিমিটার।
পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫.১২ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৬.১৬ মিনিট।