জাতীয়

ইতিহাসে প্রথমবারের মতো ‘ফায়ারফাইটার’ পদে যোগ দিলেন ১৫ নারী

ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো ১৫ জন নারী ‘ফায়ারফাইটার’ পদে যোগদান করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) তারা নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে যোগদান করেন। পরে তাদেরকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে যোগদানকারীদের স্বাগত জানান। পরে তারা ফটোসেশনও করেন।

জানা যায়, চলতি বছরের জুনে ফায়ারফাইটার (মহিলা) নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন ২ হাজার ৭০৭ জন। প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা, মেডিকেল টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button