বিনোদন
নৌকার মাঝি হতে চান মাহি, কিনলেন আ. লীগের মনোনয়ন ফরম
নৌকার মাঝি হতে চান মাহি। তাই এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন `ভালোবাসার রঙ` খ্যাত এই নায়িকা। শনিবার রাতে দেশ রূপান্তরকে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহি বেশকিছুদিন ধরেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। পথে নেমে আগুনঝরা বক্তৃতা দিতে দেখা যায় এই নায়িকাকে। অবরোধেও ছিলেন সক্রিয়। এবার জানান দিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।
মাহিয়া মাহি মনোনয়ন ফরম কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের।
আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবেন মাহি।