দিবস

বিশ্ব টয়লেট দিবস আজ

স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনেকটাই ভূমিকা রাখে একটি পরিচ্ছন্ন শৌচাগার। কিন্তু বিশ্বের অনেক দেশ এই ব্যাপারে পিছিয়ে। আর তাই সচেতনতা তৈরিতে সারাবিশ্বে ১৯ নভেম্বর পালিত হয়ে থাকে বিশ্ব টয়লেট দিবস।

জাতিসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে ২০০১ সালে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয়।

মানুষের স্বাস্থ্য ভালো রাখতে শৌচাগার বা টয়লেটের ভূমিকা অনেক। খোলা জায়গায় এবং সঠিক পদ্ধতি না মেনে শৌচ করলে নানারকম রোগ ছড়ায়। বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। বিশেষ করে অল্প আয়ের দেশগুলোতে এই সমস্যা বেশি।

তাই সবার জন্য পরিছন্ন ও নিরাপদ শৌচাগারের ব্যবস্থা ও সচেতনতা তৈরি করতে মূলত এই দিনটি পালন করা হয়।

চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘অ্যাক্সিলারেটিং চেঞ্জ’ বা ‘ত্বরান্বিত পরিবর্তন’। অর্থাৎ শৌচাগার এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে সাহায্য করার জন্য ব্যক্তিগত পদক্ষেপ নিতে মানুষকে অনুপ্রাণিত করা।

অন্যান্য দেশের মত সারা বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস।

এই বিভাগের অন্য খবর

Back to top button