ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। একটি দল চলতি বিশ্বকাপের সেরা আর অন্য দলটি মানে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ইতিহাসেরই সেরা। ভারত এর আগে ওয়ানডে বিশ্বকাপে জিতেছে দুবার। ১৯৮৩ ও ২০১১ সালের পর নিজেদের ইতিহাসে তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে তারা। আর অস্ট্রেলিয়া খেলবে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য।
এবারের বিশ্বকাপে ভারত অপ্রতিরোধ্য। বিশ্বকাপে এখনো তারা হারেনি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও কথাটা বলা যায়, তবে সে ক্ষেত্রে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হিসাবের বাইরে রাখতে হবে। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা। এরপর আর অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারেনি।
অনেকেই বলেছেন, অপ্রতিরোধ্য ভারতকে হারাতে শুধু এই অস্ট্রেলিয়াই পারবে।