সারাদেশ
আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জ-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন তিনি।
পরে সংবাদমাধ্যমকে ব্যারিস্টার সুমন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মনোনয়ন দেয়া হয় তবে এলাকার উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের সব সুবিধা দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিতে চাই।
হবিগঞ্জ-৪ জাতীয় সংসদের ২৪২নং আসন। চুনারুঘাট উপজেলা ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন।
সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় পান আওয়ামী লীগের মাহবুব আলী।