প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মজিবর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ৯ টায় সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান একই উপজেলার দশটিকা সরদারপাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে মজিবর বাইসাইকেল যোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এমন সময় পথিমধ্যে একটি মালবাহী ট্রাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।