বগুড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুস সামাদ ওরফে দুদু মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ইটখোলার ব্যবস্থাপ আব্দুস সামাদ শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার মোবারক আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামস্থ ওই ইটখোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একইদিন সকালে নির্যাতনের শিকার প্রতিবন্ধী শিশুটির মা মোছা. ফুয়ারা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, ২০নভেম্বর দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামস্থ ইটখোলা সংলগ্ন বসতবাড়িতে খেলাধুলা করছিল প্রতিবন্ধীসহ দুই শিশু। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুস সামাদ ওই বাড়িতে ঢুকে পড়ে। সেইসঙ্গে তাদের বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে শিশুটি ভয়ে সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। এরপর প্রতিবন্ধী শিশুটির জামা-কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সামাদ। একপর্যায়ে প্রতিবন্ধী শিশুটির চিৎকার শুরু করলে কৌশলে সটকে পড়ে তিনি। পরবর্তীতে শিশুটির মা বাড়িতে আসলে তাকে ঘটনাটি জানায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় মামলার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবারই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।