খেলাধুলাফুটবল

আমরা বিশ্বচ্যাম্পিয়ন, কেন ভয় পাব, মুখ সামলে কথা বলো: মেসি

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই বাড়তি উন্মাদনা। দুই দলের সমর্থকদের যেমন দ্বন্দ্বে জড়াতে দেখা যায়। ঠিক তেমনি খেলোয়াড়রাও চুপ থাকেন না।

মারাকানায় লড়াইয়ে এই দুই দলের খেলা দেখতে গিয়ে দুই দেশের মধ্যেকার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এলো ফের একবার। এদিন নিজ দেশের সমর্থকদের ওপর ব্রাজিলিয়ান পুলিশের চড়াও হওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে উঠে গিয়েছেলিন মেসিরা।

আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালে আচমকাই দুয়ো দিতে শুরু করেছিলেন ব্রাজিল সমর্থকরা। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মাঝে সংঘর্ষ। এক পর্যায়ে পুরো দল নিয়ে টানেলে ফিরে যান অধিনায়ক মেসিও। যা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মেসি।

পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা মাঠে গড়ায়। আর্জেন্টিনা দল ড্রেসিং রুম থেকে আসার পর মেসিকে উদ্দেশ্য করে ব্রাজিলিয়ান নম্বর টেন রদ্রিগো কড়া মন্তব্য ছুঁড়ে দেন। মেসিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘তোমরা কাপুরুষের মতো চলে গিয়েছিলে।’

চুপ থাকেননি মেসিও। তিনি সাফ বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা কেন ভয় পাব, মুখ সামলে কথা বলো।’

প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোল পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল না পেলেও ৬৩ মিনিটের মাথায় নিকোলাস ওটামেন্ডির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৮১ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের জোলিন্টন। দুই দলের লটড়াইয়ে আর্জেন্টিনার ১৩টি ফাউলের বিপরীতে ২৫টি ফাউল করেছে ব্রাজিল।

এদিন হলুদ কার্ডের দিক থেকেও এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনা যেখানে একটিও হলুদ কার্ড পায়নি, সেখানে ব্রাজিল পেয়েছে ৩টি। তবে বল দখলের লড়াইয়ে প্রায় সমান লড়াই করেছে দু’দল। আর্জেন্টিনার ৫১ শতাংশের বিপরীতে ব্রাজিলের দখলে বল ছিল ৪৯ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button