খেলাধুলাফুটবল

উত্তাপের ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

দুই চিরপ্রতিদ্বন্ধীর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, মারাকানায় আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল। মাঠে কিংবা গ্যালারীতে টানটান উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই উত্তেজনা রুপ নেয় দাঙ্গায়। তবে সমর্থকদের লড়াই ছাপিয়ে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।

সংঘাতের শুরু হয় আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। ব্রাজিলের সমর্থকরা দুয়ো দেওয়ায় শান্ত থাকতে পারেনি আর্জেন্টাইন সমর্থকেরা। সমর্থকদের মারামারি দেখে দুই দলের খেলোয়াড়রাও ছুটে যান গ্যালারীর কাছে। অনুরোধ করেন থামার।

শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটাও করতে হয়। মাঠ ছেড়ে যায় লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় অনুযায়ী সাড়ে ৬টায় খেলা শুরুর কথা থাকলেও খেলা শুরু হয় প্রায় আধঘণ্টা পর।

খেলা শুরুর পর মাঠেও দুই দলের লড়াই চলে তুমুল। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোল পায়নি কোনও দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল না পেলেও ৬৩ মিনিটের মাথায় নিকোলাস ওটামেন্ডির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের ৮১ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের জোলিন্টন। দুই দলের লটড়াইয়ে আর্জেন্টিনার ১৩টি ফাউলের বিপরীতে ২৫টি ফাউল করেছে ব্রাজিল।

হলুদ কার্ডের দিক থেকেও এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনা যেখানে একটিও হলুদ কার্ড পায়নি, সেখানে ব্রাজিল পেয়েছে ৩টি। তবে বল দখলের লড়াইয়ে প্রায় সমান লড়াই করেছে দু’দল। আর্জেন্টিনার ৫১ শতাংশের বিপরীতে ব্রাজিলের দখলে বল ছিল ৪৯ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button