নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশ চালক আহসান হাবিব (৪৫) নিহত হয়েছে।

নিহত অটোরিকশা চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বগুড়ারদিকে যাচ্ছিল চালক আহসান হাবিব। পথিমধ্যে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি অটোরিকশা চালক গুরুত্বর আহত হয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহতের পর সিএনজি অটোরিকশা থানা হেফাজতে আছে। এ ব্যপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button