দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় বাসচাপায় পিষ্ট হয়ে পথচারী নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাস চাপায় পিষ্ট হয়ে
জাবেদ আলী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চৌমুহনী বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর বাসটিকে আটক করে স্থানীয়রা।
জাবেদ আলী উপজেলার বেলহালী গ্রামের বাসিন্দা ও চৌমুহনী বাজারে তার চাতাল ব্যবসা ছিল।
জানা যায়, বগুড়া থেকে একটি বাস যাত্রী নিয়ে নওগাঁয় যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে জাবেদ আলী রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় বাসটির নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান তিনি।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।