খেলাধুলা
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম ইকবাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
তামিম ইকবাল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
তবে, ঠিক কি কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।