আওয়ামী লীগরাজনীতি

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন কারা, জানা যাবে রবিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চূড়ান্ত তালিকা রবিবার ঘোষণা করবে দলটি। রবিবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর মধ্যেই আট বিভাগের দলীয় মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা শেষ করেছে দলটি।

জানা গেছে, রবিবার আওয়ামী লীগের দলীয় প্রত্যাশীদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনা মতবিনিময় করার পর বিকালে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।

গত শনিবার থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের এমপি হতে তিন হাজার ৩৬২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে দলীয় মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।

এই বিভাগের অন্য খবর

Back to top button