প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় মাছ ধরার সময় জালে উঠলো “গ্রেনেড”

বগুড়ার শিবগঞ্জের গাংনাই নদীতে মাছ ধরার সময় জালে গ্রেনেড সদৃশ্য একটি বস্তু উঠেছে।

মঙ্গলবার সকালে পুলিশ ওই বস্তুটি নিজেদের হেফাজতে নিয়েছে।

এর আগে, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নাগরবন্দর সংলগ্ন নদীতে বস্তুটি পাওয়া যায়।

চাঁদনিয়া গ্রামের জামিল সরকারের জালে উঠে আসা গ্রেনেড প্রসঙ্গে জানা যায়, জামিল সোমবার বিকালে গাংনাই নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে তাতে একটি গ্রেনেড উঠে আসে। খবর পেয়ে আজ সকালে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেনেডটি নিয়ে আসে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বস্তুটি হ্যান্ড গ্রেনেড। এটি অনেক পুরাতন এবং এর ওপর থেকে ক্ষয় হয়ে গেছে। অনেক আগেকার হলেও এর ভয়াবহতা এখনও থাকতে পারে। ঢাকার কাউন্টার ট্যাররিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা দুপুরে রওনা দিয়েছেন। তারা এসে এটি পরীক্ষা করবেন, তারপর বস্তুটি নিষ্ক্রিয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button