সারিয়াকান্দি উপজেলা
বগুড়া-১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাহাদারা মান্নান
সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা ) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাহাদারা মান্নান।
মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমানের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ।
এ সময় সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মস্টু মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রাজু এবং সারিয়াকান্দি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপ্ন উপস্থিত ছিলেন ।