প্রধান খবরবগুড়া জেলা
বগুড়া-১ আসনের মনোনয়ন জমা দিলেন সাহাদারা মান্নান
সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোনয়নপত্র জমা দিলেন সাহাদারা মান্নান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, পৌর মেয়র মতিউর রহমান মতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী হোসেন,সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।