ক্রিকেটখেলাধুলা

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি, নেই সাকিব

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই সাকিব আল হাসানকে নিয়ে বাড়তি উন্মাদনা। বিশ্বসেরা এই অল-রাউন্ডার কোন দলে খেলবেন এ নিয়ে বেশ আলোচনাও হয়। লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম একজন সাকিব আল হাসান। তবে তাকে ছাড়াই এবার আয়োজিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম।

ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে নাম রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারের। তবে সবচেয়ে বেশি সময় ধরে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকা সাকিব আল হাসানের নাম নেই তালিকায়। এমনকি নেই গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলা লিটন দাসের নামও।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন— মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

চলতি মাসে দুবাইতে হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম।  ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার ছাড়াও বিশ্বকাপ মাতানো তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্রের মতো তারকারা রয়েছেন এবারের আইপিএলের আসরের নিলামে। চলতি মাসের ১৯ তারিখ দুবাইতে হবে আইপিএলের নিলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button