ধুনটে বেসরকারি হাসপাতালেরবর্ষপূর্তি উদযাপন
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সদরে মা ফাতেমা (রাঃ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে প্রতিষ্ঠানটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু। সভাপতিত্ব করেন মা ফাতেমা (রাঃ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শামীম হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমীন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর বসাক, ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা: আব্দুর রাজ্জাক।
এসময় বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবুল বাশার, বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, হাসপাতালের পরিচালক সাবরিনা হোসাইন, ফেরদৌস আলম, সাইফুল ইসলাম, মাসুদ রানা, ওয়াহেদ সুজন ও এনামুল প্রমূখ।