প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় রেল স্টেশন থেকে মরদেহ উদ্ধার

বগুড়া রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ স্টেশনের মূল ফটকের সামনে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করে।
তার বয়স আনুমানীক ৬০ বছর। স্টেশনে কয়েকজন ছিন্নমূল মানুষ জানান, লোকটি ভবঘুরে। মাঝে মধ্যেই তাকে স্টেশন এলাকায় দেখা যেত।
স্টেডিয়াম ফাঁড়ির এস আই জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা’র হতে পারে বলে জানা গেছে।