প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় জমিতে মিলেছে এক ব্যক্তির জবাই করা মরদেহ

বগুড়ার শাজাহানপুরে জমিতে মিলেছে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির জবাইকৃত মরদেহ।
বুধবার সকালে উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা মাঠের এক জমিতে মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।
জানা যায়, সাতবিলা মাঠের এক জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির জবাই করা মরদেহ দেখতে পান এলাকার লোকজন। প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পরে থাকতে দেখা গেছে। পরে স্থানীয়রা থানায় ফোন দেয়।
শাজাহানপুর থানার ওসি জানিয়েছেন, মরদেহ পরে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।