ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিরল ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট মুশফিক

বিপদের সময় হাল ধরা মুশফিকুর রহিম বিরল আউটের শিকার হলেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হলেন অভিজ্ঞ ব্যাটার। পঞ্চাশ পেরিয়ে ভাঙল পঞ্চম উইকেট জুটি।

ইনিংসের ৪১তম ওভারে জেমিসনের চতুর্থ ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটে লেগে বল একটু সামনে ড্রপ করে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বল ধরেন মুশি। ‘হ্যান্ডেলড দ্য বল’ আউটের আবেদন জানায় নিউজিল্যান্ড।

দুই ফিল্ড আম্পায়ার কথা বলেন নিজেদের মধ্যে। মুশফিকের সঙ্গে কথা বলে টিভি আম্পায়ারের শরণাপন্ন হন। আসে আউটের ঘোষণা। যা ক্রিকেটের নিয়মের মধ্যে রয়েছে।

৮০ টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা মুশফিকের এমন বোকামি দেখে অবাক হয়েছেন সবাই। বল স্টাম্পের লাইনেও ছিল না যে বোল্ড হওয়ার শঙ্কা থাকবে। হাত দিয়ে বল ছুঁয়ে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভুলই করে ফেলেন মি. ডিপেন্ডেবল।

এই বিভাগের অন্য খবর

Back to top button