বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল হোসেন (৩১) নামে এক ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন।
নিহত জুয়েল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে৷
বুধবার সকালে পাকরাইল নামক স্থানে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জুয়েল সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে আক্কেলপুরগামী আরেকটি মোটরসাইকেল তার মাথার ওপর দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলচালককে খোঁজা হচ্ছে।