বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বগুড়া জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
আলোচনা সভায় বক্তাগণ সমাজের সকল স্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হবার পরামর্শ দেন। দেশের সকল নাগরিকদের পরিবার, সমাজ, তথা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।
এসময় ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার শিক্ষা অফিসার হযরত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু ও জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল।
দিবসটি উপলক্ষ্যে পালিত কর্মসূচিতে সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি যেমন- টিএমএসএস, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), ব্যুরো বাংলাদেশ, ব্রাক, লাইট হাউজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, বিএনসিসি, শিক্ষক-শিক্ষার্থী সহ সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন