নন্দীগ্রাম উপজেলা
বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক

বগুড়ায় নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে র্যাব।
আটক আঃ মমিন (৪০) নন্দীগ্রাম উপজেলার সারাদিগর এলাকার আনছার আলীর ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার মাষ্টারবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, নাশকতা মামলায় আসামি মমিন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে র্যাব জানতে পারে আসামি মমিন নন্দীগ্রাম এলাকায় অবস্থান করছে। অভিযান পরিচালনা করে পলাতক আসামি মমিনকে আটক করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।