বগুড়ায় ‘জয়িতা’ সম্মাননা পেলেন ১০ নারী
বগুড়ায় বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ের ৫ ও সদর উপজেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ নারীকে জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
শনিবার সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্মীকৃতি স্বরূপ এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
জেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক কান্তা চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া ৫ জন শ্রেষ্ঠ জয়িতা হচ্ছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আদমদিঘী উপজেলার মোছাঃ নাহিদ সুলতানা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সারিয়াকান্দি উপজেলার ডাঃ মোছাঃ তাসলিমা আবিদ (শাপলা), সফল জননী হিসেবে ধুনট উপজেলার মোছা. রেজিয়া খাতুন, নির্যাতনের বিভিশিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হিসেবে সদর উপজেলার মোছাঃ তানজিলা আক্তার এবং সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেরপুর উপজেলার দীপা রাণী (দিপ্তি)।
এছাড়া একই ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া সদর উপজেলার ৫ জন জয়িতারা হচ্ছেন মোছাঃ সুলতানা নাছিরা, মোছাঃ মুনজেরীনা মাহজাবীন, মোছাঃ আয়শা খাতুন, মোছাঃ তানজিলা আক্তার ও মোছাঃ ফারুক সখিনা (শিখা)।
অনুষ্ঠানে জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এর আগে অনুষ্ঠানে জয়িতা নারীরা তাদের সফলতার গল্প শোনান।