প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার কথা জানিয়েছেন।
রবিবার বিকালে আগারগাঁও প্রধান নির্বাচন অফিসে শুনানি শেষে তাকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
এসময় হিরো আলম বলেন, ‘বগুড়ায় আমাকে অযথা হয়রানি করা হয়েছে। আমি সেদিন বলেছিলাম এটা ছোট্ট ভুল। আজ আপিলের শুনানীর মাধ্যমে আবার প্রার্থিতা ফিরে পেলাম। ভোটারদের দেয়া সাহসের কারণেই আমি সকল হয়রানি জয় করতে পারি।’
হিরো আলম আরও বলেন, ‘বাংলাদেশ কংগ্রেস থেকে নির্বাচন করবো। তাই এবার আমার মার্কা ডাব। বগুড়ায় খুব শীঘ্রই ফিরবো। সবার সাথে ভোটের মাঠে দেখা হবে।’
৩ ডিসেম্বর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করার কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।
পরে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলম ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে গিয়ে আপিল করেন। সেই আজ আপিলের শুনানীতে তিনি তার প্রার্থিতা ফিরে পান৷