বগুড়ায় অগ্নিদগ্ধ পরিবারকে জেলা প্রশাসকের অনুদান
সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের
বাদশা মিয়াকে চেক প্রদান করা হয়।
রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান এই অনুদানের চেক প্রদান করেন।
এর আগেও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ হাজার টাকা, ৩ বস্তা শুকনা খাবার, ৩ বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য সম্প্রতি বাদশা মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে সুমি আক্তার (৯) কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে সুমি আক্তারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া কে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেন। এতে অনুদানের চেক ও খাদ সহায়তা পেয়ে বাদশা মিয়া ও তার মা তাসলি বেগম (৭০) আবেগ আপ্লুত হয়ে বলেন আল্লাহতালা আপনাদের যেন মঙ্গল করেন ।