জাতীয়
রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে আদম তমিজীকে

মানসিক চিকিৎসার জন্য পুলিশের তত্ত্বাবধানে গুলশানের একটি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হককে।
রবিবার (১০ ডিসেম্বর) তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হককে মানসিক চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। রিহ্যাব সেন্টারেও পুলিশের তত্ত্বাবধানে থাকবেন তিনি।
এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আদম তমিজীকে। পরে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।