প্রধান খবরসারাদেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ জনকে গুলি করে হত্যার দাবি করা হয়েছে।

নিহতরা হলেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

জানা গেছে, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয় এবং একইসঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুই জনকে অপহরণ করা হয়।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৯ নং ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে একাধিক সূত্র হতাহতের সংখ্যা আরও বেশি দাবি করেছে।

এ ঘটনার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি জানায় প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ।

খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, বিষয়টি নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button