প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো শুরু

বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার ২১১ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো শুরু হয়েছে। ৬ থেকে ১১ মাসের শিশু ৫৬ হাজার ৬৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার চক আলম কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম জানান, জেলায় এবার ১০৯টি ইউনিয়নের ৩২৭ টি ওয়ার্ডে ২ হাজার ৬১৬টি অস্থায়ী কেন্দ্রে ও স্থায়ী ১১টি কেন্দ্র, ৪টি পৌরসভার ৩০টি ওয়ার্ডের ২৪০টি কেন্দ্রে ৪৮০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সামির হোসেন মিশুর সভাপতিত্বে এতে সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর ইউএনও ফিরোজা পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button