ধুনটে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কামাল পাশা (৪৮) নামে এক মাদক কারবারিকে ৩১০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কামাল পাশা বিষ্ণপুর গ্রামের ইসহাক উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর বুধবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, বিষ্ণপুর গ্রামে এক ব্যাক্তি মাদক দ্রব্য গাঁজা নিজ বাড়িতে রেখে মাদক সেবীদের নিকট বিক্রি করতেছে। মন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। আটকের একপর্যায়ে দেহ তল্লাশির পর তার ঘরে থাকা ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান,
কামাল পাশা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।