বগুড়া জেলা

বগুড়ায় প্রার্থীতা ফিরে পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় আপিলের মাধ্যমে পাঁচজন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। এদের মধ্যে চারজনই স্বতন্ত্র প্রার্থী বাকি একজন দলীয় প্রার্থী।

প্রার্থীতা ফিরে পেলেন যারাঃ
বগুড়া- ৩( দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে আফজাল হোসেন( স্বতন্ত্র), অজয় কুমার( স্বতন্ত্র) ও খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী( স্বতন্ত্র), বগুড়া-৬ (সদর) আসনে সৈয়দ কবির আহম্মেদ মিঠু( স্বতন্ত্র) এবং বগুড়া-৪( কাহালু ও নন্দীগ্রাম) আসনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম( বাংলাদেশ কংগ্রেস) ।

৩০ নভেম্বর বগুড়ার সাতটি আসনে মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ২৯জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এদের মধ্যে ২২জন প্রার্থী ইসিতে আপিল করলে শুনানি শেষে ৫জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান ।

এই বিভাগের অন্য খবর

Back to top button