প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়নবাগত নির্বাহী কর্মকর্তার

সুন্দর সমাজ বিনির্মাণে সংস্কৃতির বিকাশ ঘটিয়ে সাংবাদিকদের সহযোগিতা নিয়েই কাজ করতে চান শেরপুর নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন জিহাদী।

সোমবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশনের আয়োজনে সাংবাদিক ও গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি খোলামেলা আলোচনা করেন।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের সুস্থ সমাজ গঠনের জন্য বস্তূনিষ্ঠ লেখনী সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজকে এগিয়ে নিতে দেশীয় সংস্কৃতির প্রতিফলেনের মাধ্যমে বিকাশিত করতে সাংবাদিকদের সাথে নিয়ে সম্মিলিত ভাবে সুন্দর সমাজ বিনির্মাণে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন শেরপুর উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

মতবিনিময় সভায় শেরপুর উপজেলার সকল ক্ষেত্রে লেখা পড়া খেলাধুলা সংস্কৃতির বিকাশ ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে গনমাধ্যমে কর্মরত সংবাদদাতা, সংবাদকর্মীদের সহযোগিতা নিয়েই সকল উন্নয়ন সমৃদ্ধির অগ্রসর মুলক কাজে আত্মনিয়োগ করতে চান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল বারী ডাবলু, নিমাই ঘোষ, জিয়া উদ্দিন লিটন, আব্দুল মান্নান, আকরাম হোসাইন, দীপক কুমার সরকার, সুজিত বসাক,আইয়ুব আলী, জাহাঙ্গীর ইসলাম, আবু বকর সিদ্দিক, এজেড হীরা, নাহিদ হাসান রবিন, আব্দুল ওয়াদুদ, রাশেদুল হক, নাহিদ আল মালেক, রন্জন কুমার দে, আশাদুসজামান আশা, জাকির হোসেন, সৌরভ অধিকারী শুভ,রোকনুজ্জামান রোকন, বাঁধন কর্মকার কৃষ্ণ, শুভ কুন্ডু, তাজুল ইসলাম, রবিন সরকার, সহ অন্যান্য গনমাধ্যমে কর্মরত কর্মীরা উপস্থিত ছিলেন।

সুন্দর পরিবেশে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খোলামেলা উন্নয়ন ও নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী চা চক্রে আপ্যায়িত করেন। এসময় নবাগত নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button