ক্রিকেটখেলাধুলা

দামী ক্রিকেটার হয়ে রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

স্যাম কারেনের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে প্যাট কামিন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন দুই ঘণ্টাও হয়নি। এর মধ্যেই হয়ে গেল আরেকটি রেকর্ড। কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ক হয়ে গেলেন সবচেয়ে দামি। অজি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের করে নেয় কলকাতা নাইট রাইডার্স।

২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল স্টার্কের। ৯ কোটি ৬০ লাখ দাম ওঠা পর্যন্ত লড়াইটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। তারপর যোগ দেয় গুজরাট ও কলকাতা। সরে দাঁড়ায় মুম্বাই, দিল্লি। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় দুই দল ভেঙে দেয় সর্বকালের রেকর্ড।

আইপিএলের আগামী ২০২৪ সালের আসরকে সামনে রেখে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে সীমিত পরিসরের নিলামে স্টার্ককে দলে পেতে তুমুল লড়াই চলে। সেখানে গুজরাট টাইটান্সকে টপকে শেষ হাসি হাসে কলকাতা। আট বছর পর আইপিএলে ফিরেই রেকর্ডের পাতায় নাম লেখান ২ কোটি ভিত্তি মূল্যের স্টার্ক।

এর আগে চার দলের কাড়াকাড়ির পর ২০ কোটি ৫০ লাখ রুপিতে বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button