ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলার সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে পুলিশ সেই গ্রেপ্তারী পরোয়ানামুলে হাফিজুর রহমানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

হাফিজুর রহমান ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা। ২০২২ সালে পল্লী উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে প্রতারণার অভিযোগে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, হাফিজুর রহমান মের্সাস রিয়া কনষ্ট্রাকসনের নামে ২০২১ সালে ধুনট পল্লী উন্নয়ন ব্যাংক থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। পরিবর্তিতে টাকাগুলো তিনি আর পরিশোধ করেননি। একারণে ২০২২ সালে ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বগুড়া জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে ১৩ ডিসেম্বর আদালত থেকে তাঁর বিরুদ্ধে ৪ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড ও ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থ দ্বন্ড প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button