কাহালু উপজেলা
বগুড়ায় ৫ বিএনপি নেতাকে বহিষ্কার
বগুড়ার ৫ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন-কাহালু উপজেলা বিএনপির সদস্য জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু সদর ইউনিয়ন বিএনপি সদস্য আব্দুল মান্নান ওরফে কলা মান্নান, কাহালু উপজেলা বিএনপি সদস্য শাহ মেহেদী হাসান এবং কাহালু পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (আলম) এবং কাহালু উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা।
মঙ্গলবার বগুড়া জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক তাদের দলের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।