বগুড়ায় জাল নোটসহ চারজন আটক
বগুড়ায় ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৭ টি মোবাইল ফোন ও ৭ টি সিমকার্ড জব্দ করে র্যাব।
আটক ওই চারজন হলো- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রানিপুর এলাকার মৃত ইলেম উদ্দিন মৃধার ছেলে আব্দুর সাত্তার মৃধা (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনবাগ এলাকার মৃত আলফু মিয়ার ছেলে শাহীন মিয়া (৪২), পিরোজপুর জেলার নজিরপুর থানার কাঠালিয়ার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তালেবপুর এলাকার মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।
বুধবার রাত ৮ দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে কিছু ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সেখানে অভিযানকালে ওই চারজনকে ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ আটক করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন ধরেই জাল নোট কেনাবেচার সাথে জড়িত। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।