বগুড়ায় ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পাঁচ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২১ ডিসেম্বর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়ইদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শেরপুর শহরের খন্দকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বাঁধন খন্দকার (২৯) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহেল রানা (২২)।
জানা যায়, গোপনে সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইফ হোসেনকে সর্ঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে পাঠানো হয়। একপর্যায়ে ফেন্সিডিল বিক্রিকালে তাদের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।