বগুড়া জেলা

বগুড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

বগুড়া সদরে পৃথক দুটি অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোছা. ছামিনা বেগম (৩৮) ও মো. জামাল উদ্দিন (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার দুপুরে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় সদর থানার গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিল সহ ছামিনা বেগমকে আটক করা হয়।

একই দিন একই স্থানে রাত্রি আড়াইটার দিকে ২৫ বোতল ফেন্সিডিল সহ আরেক মাদক কারবারি জামাল উদ্দিনকে আটক করা হয়।

আটককৃত নারী মাদক কারবারি ছামিনা বেগম (৩৮) লালমনিহাট জেলার আদিতমারী থানার ভাদাই আদর্শ বাজার এলাকার মো. ছমির উদ্দিন এর মেয়ে। ও অপর মাদক কারবারি জামাল উদ্দিন (২০) ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার মশালডাঙ্গী এলাকার ইসলাম উদ্দিনর ছেলে।

অ্যাডিশনাল ডিআইজি মো. আব্দুর রাজ্জাক জানান, বগুড়া সদর থানায় দুইটি পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button