বিনোদন

ঢাকায় আসছেন ‘উই ডোন্ট টক এনিমোর’ গানের জনপ্রিয় গায়ক চার্লি

‘সি ইউ এগেইন’ ও ‘উই ডোন্ট টক এনিমোর’ গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন মার্কিন গায়ক চার্লি পুথ। এই গায়ক প্রথমবারের মতো বাংলাদেশে আসতে চলেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন এই গায়ক। ইতোমধ্যেই সেই কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস। প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথকে নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন হতে চলেছে। টিকিট ও বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, ‘গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button