বগুড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু
বগুড়ায় সারিয়াকান্দিতে রিফাত খাঁ (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর কাটাখালি গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে। রিফাত এ গ্রামের আব্দুল জলিল খাঁর ছেলে।
জানা গেছে, সকালে চাচাতো ভাই সুমন মিয়া প্রথমে রিফাতের ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। এরপর সে রিফাতের পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজন এসে দেখে রিফাত তার বাড়ীর পাশের একটি ইউক্যালিপ্টাস গাছের সাথে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলছে। পরে তারা তার মৃতদেহ গাছ থেকে উদ্ধার করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রিফাতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় লাশটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিফাত একজন মানসিক ভারসাম্যহীন লোক ছিলেন বলে জানা গেছে তাই উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একাজ করা হয়েছে। তবে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।