আন্তর্জাতিক খবর

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

এবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাওয়া গেছে নতুন স্বর্ণের খনির সন্ধান। দেশটির খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে।

এদিকে মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা স্বর্ণ খনি মানসুরা মাসারাহের খুব কাছেই বেশ কয়েকটি স্থানে এই মূল্যবান ধাতুর মজুত পেয়েছে তারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় স্বর্ণের সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।

এদিকে মাদেন আরও জানায়, ২০২৪ সালে তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে। অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল।

এই বিভাগের অন্য খবর

Back to top button