নির্বাচনপ্রধান খবর

ভোটের মাঠে টিকে রইলেন ১ হাজার ৯৭০ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৯৭০ জন প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর সারাদেশে নির্বাচন কমিশন ঘোষিত বৈধ প্রার্থী ছিলেন ১৮৯৬ জন। কিন্তু পরে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকে হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। যাদের মধ্যে থেকে বুধবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৫ জন। সবশেষ হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পান। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১৯৭০ জন টিকে রইলেন।

ইসি জানায়, সর্বশেষ হাইকোর্ট থেকে ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ার পর আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জন। এছাড়া জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির রয়েছে ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির রয়েছে ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন প্রার্থী হাইকোর্ট থেকে আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ৭ জানুয়ারি সকাল ৮ থেকে ভোটগ্রহণ হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button