নির্বাচনপ্রধান খবর

নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ

জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন এমন ভোটারের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ। আর নতুন ভোটারসহ সারা দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ।

গতকাল বৃহস্পতিবার (৪জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য উঠে এসেছে।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৯ কোটি ১১ লাখ এবং নবম জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যা ৮ কোটি ১০ লাখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button