সারাদেশ

ভোট দিতে হেলিকপ্টারে করে বাড়িতে আসলেন ইতালি প্রবাসী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ও বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে করে সপরিবারে বাড়িতে আসলেন কিশোরগঞ্জের কটিয়াদীর আবুল কাশেম স্বপন (৪৫) নামের এক ইতালি প্রবাসী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কটিয়াদী পৌরসভার তাহেরা নূর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন তিনি। এ সময় তাকে দেখতে শতশত মানুষ ভিড় করেন।

জানা গেছে, আবুল কাশেম স্বপন ১২ বছর ধরে ইতালিতে ব্যবসা করেন। তিনি কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের সভাপতি। হেলিকপ্টারে করে স্বপন, তার বাবা মেনু মিয়, তার স্ত্রী হোসনা আক্তার ও ছোট ছেলে বিজয় বাড়িতে আসেন।

আবুল কাশেম স্বপন জানান, আমার বাবার স্বপ্ন পূরণ করতে ও নির্বাচনে ভোট দিতেই বাড়িতে এসেছি। আমি আওয়ামী লীগের সমর্থক। তাই নির্বাচনকে সামনে রেখেই বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার করে বাড়িতে এসেছি। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিয়েছি। আগামীতেও মানুষের জন্য কাজ করতে চাই।

এই বিভাগের অন্য খবর

Back to top button