প্রধান খবরসারাদেশ
রাজধানীতে ট্রেনে আগুন, ৪ জনের মৃত্যু
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৫ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চারজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে ট্রেনের কয়েকটি বগিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
দুপুরে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে গোপীবাগের সামনে ট্রেনে আগুন লাগে।