প্রধান খবরসারাদেশ

গাজীপুরে ৩ স্কুলে আগুন, পুড়ে গেছে শ্রেণিকক্ষ ও নতুন বইসহ আসবাবপত্র

গাজীপুরে তিনটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে স্কুলের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, বই ও আসবাবপত্র।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ও ভোরে এসব ঘটনা ঘটে। 

রাতে গাজীপুর মহানগরের ১৮ নং ওয়ার্ডের বাসন থানার টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় আগুনে পুড়ে গেছে ৭টি শ্রেণিকক্ষ ও নতুন বইসহ আসবাবপত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রাত ২টা ৪০ মিনিটে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে জানান, আমাদের বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা হয়েছে। 

এছাড়া একই এলাকার পূর্ব চান্দনা সরকারি বিদ্যালয় আগুনের ঘটনা ঘটে। এরপর রাতে আগুন দেয়া হয় কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে। প্রধান শিক্ষক জানান, ভোরে বিদ্যালয়ের তালা ভাঙা দেখে অফিস কক্ষে প্রবেশ করে আগুনের ঘটনা দেখেন।

পুলিশ জানান, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button