প্রধান খবরসোনাতলা উপজেলা
বগুড়ায় জালভোট দেয়ায় দুই যুবক আটক
বগুড়ায় জালভোট দেয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে সোনাতলার মহেশপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জালভোট দেয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। তাদের একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেকজনের রায় এখনও হয়নি। তবে তারা কোন দলের এবং নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।